Print

Rupantor Protidin

কলকাতার আকাশ সীমায় পাইলট অসুস্থ হওয়ায় ঢাকায় জরুরী অবতরণ

প্রকাশিত হয়েছে: মার্চ ১৬, ২০২৪ , ৭:৩৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৬, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ণ

Sheikh Kiron

ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩২৫ যাচ্ছিল কাতারে। তবে কলকাতার আকাশসীমায় পৌঁছানোর পর বিমানটির পাইলট ক্যাপ্টেন মাকসুদ অসুস্থ হয়ে পড়েন। পরে ফ্লাইটটি ফিরিয়ে আনা হয় ঢাকায়। ঘটনাটি ঘটে গত শুক্রবার রাত ৮ টার দিকে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, ফ্লাইটটি ঢাকা থেকে বিকাল সাড়ে ৫টায় কাতারের উদ্দেশে রওনা হয়। কলকাতার আকাশে পাইলট অসুস্থ হলে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসতে শুরু করে। পরে রাত ৮টার দিকে ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করে।

অবতরণের পর ক্যাপ্টেন মাকসুদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে পাইলট পরিবর্তন করে ফ্লাইটটি রাত সাড়ে ১০টায় আবারও কাতারের দোহার উদ্দেশে ঢাকা ছাড়ে।