Print

Rupantor Protidin

সাতক্ষীরার কালিগঞ্জে সন্তান প্রসবের পর সাফজয়ী ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যু

প্রকাশিত হয়েছে: মার্চ ১৪, ২০২৪ , ৫:২৯ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৪, ২০২৪, ৫:২৯ অপরাহ্ণ

Sheikh Kiron

সন্তান প্রসবের পর অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল দলের সদস্য ও সাফজয়ী ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নিজ বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাজিয়া সুলতানা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামের মৃত নুর আলী সরদারের মেয়ে। পরিবারের বরাত দিয়ে আরাফাত আলী বলেন, ফুটবলার রাজিয়া সুলতানা দরিদ্র পরিবারের মেয়ে।

গত বুধবার রাত ১০টার দিকে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। বৃহস্পতিবার ভোর রাতে হঠাৎ তার অতিরিক্ত রক্তক্ষরণ হলে কালিগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে ভোর চারটার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হয়ে জাতীয় নারী ফুটবল দলে খেলার সুযোগ পান তিনি।