Print

Rupantor Protidin

ডিআইইউতে সাংবাদিক বহিষ্কারে তীব্র নিন্দা জানিয়েছে ইবি রিপোর্টার্স ইউনিটি

প্রকাশিত হয়েছে: মার্চ ১৪, ২০২৪ , ৪:৪৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৪, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ণ

Sheikh Kiron

বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ অনিয়ম, দুর্নীতি এবং নারী কেলেঙ্কারির সংবাদ প্রকাশের জেরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) কার্যক্রম বন্ধের নির্দেশ এবং দশ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।

বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাফিজুর রহমান রাকিব এবং সাধারণ সম্পাদক তাসনিমুল হাসান প্রান্ত এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান এবং অবিলম্বে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ক্যাম্পাসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পরিবেশ তৈরির আহ্বান জানান। একই সাথে এমন সিদ্ধান্তকে শিশুসুলভ আচরণ বলে মনে করেন তারা।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কর্তৃপক্ষ প্রতিনিয়ত সাংবাদিকদের বাক স্বাধীনতা হরণে উঠে পড়ে লেগেছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অনিয়ম, দুর্নীতি ও নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির মতো বিষয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করলেই সংগঠনটিকে একাধিবার বন্ধের পাঁয়তারা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সর্বশেষ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংগঠনটির ১০ জন শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সাংবাদিক নেতারা মনে করেন, সংগঠনটি ২০২০ সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে আসলেও সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়মের ঘটনা গণমাধ্যমে প্রকাশ হওয়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের অপচেষ্টা চালাচ্ছে। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষায় নিয়োজিত কলেজগুলো সাংবাদিক সংগঠনগুলোর জন্য জায়গা বরাদ্দ সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করলেও হিতে বিপরীত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এমন সিদ্ধান্ত প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয়টি মুক্তবুদ্ধি চর্চায় অসহযোগিতা ও শিশুসুলভ আচরণ করছে। বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের সহযোগী হিসেবে সাংবাদিক সংগঠনের ওপর এমন নগ্ন সিদ্ধান্ত স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতা চর্চার পরিপন্থি বলেও মনে করে তারা।

নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার করে ক্যাম্পাসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার সুযোগ তৈরি আহ্বান জানাচ্ছি। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মুক্তবুদ্ধিচর্চার স্বাধীনতা ও সাংবাদিকদের কন্ঠরোধের অপচেষ্টা বন্ধ করার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সারা দেশের ক্যাম্পাস সাংবাদিক সংগঠন নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।