Print

Rupantor Protidin

ঈদুল ফিতরে যশোর কেন্দ্রীয় ঈদগাহে দুটি জামাতের সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: মার্চ ১৪, ২০২৪ , ৪:০৯ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৪, ২০২৪, ৪:০৯ অপরাহ্ণ

Sheikh Kiron

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে যশোর কেন্দ্রীয় ঈদগাহে দুটি জামাতের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়েছে। বৃহস্পতিবার কালেক্টরেট সভাকক্ষে কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।

আসন্ন ঈদুল ফিতরের দিন সকাল ৮টা প্রথম জামাত ও ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। সভায় কেন্দ্রীয় ঈদগাহের পুরো প্রাচির পাশের প্রাচিরের সাথে সামঞ্জস্য রেখে নির্মাণ কাজ সম্পন্ন করা, ঈদগাহের পর্যাপ্ত ফান্ড গঠন, ঈদের নামাজে নিরাপত্তা নিশ্চিত, ঈদগাহে দুটি জামাতের ব্যাপকভাবে প্রচারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় আলোচনা করেন পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস. এম শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, লিয়াকত আলী, কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব ইয়াসিন আলম, জজকোর্ট জামে মসজিদের ইমাম মুফতি ইলিয়াস হোসেন। এছাড়া সভায় শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম।