Print

Rupantor Protidin

পরিবহন চালককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০২৩ , ১:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৩, ১:৩৪ পূর্বাহ্ণ

Sheikh Kiron

যশোরে চালপড়া খাওয়ানোর কথা বলে এক পরিবহন চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে ছয় জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার যশোর সদরের পাগলাদাহ গ্রামের আহত চালক নুর হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন।

জুডিসিয়াল ম্যজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে।
আসামিরা হলো, পাগলাগাহ গ্রামের রবি, কবির, জাহিদ, সহিদ, আমিনুর ও তোতা।

মামলার অভিযোগে জানা গেছে, আসামিদের সাথে দীর্ঘদিন ধরে ওই এলাকার শহিদুল ইসলামের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছে। শহিদুল ইসলামের ছেলে নুর হোসেন সোহাগ পরিবহনের গাড়ি চালক। গত ১৯ সেপ্টেম্বর রাতে আসামি রবি তার বাড়িতে এসে জানায় তার অটো রিক্সা চুরি হয়ে গেছে। সন্দিগ্ধদের চাল পড়া খাওনো হবে বলে নুর হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।

এরপর আসামিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী নুর হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে। নুর হোসেনের চিৎকারে পরিবারের লোকজনসহ আসেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। আহত নুর হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে স্বজনেরা। কিছুটা সুস্থ্য হয়ে তিনি আাদলতে এমালা করেছেন।

আহত নুর হোসেনর পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য শহিদুল ইসলাম জানিয়েছেন, কিছুটা সুস্থ হয়ে নুর হোসেন বাড়ি ফিরে গেলে আসামিরা আবারও তাকে খুন জখম করবে বলে হুমকি দেয়।