Print

Rupantor Protidin

তালায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ইফতার মাহফিল, মতবিনিময় ও দোয়ানুষ্ঠান

প্রকাশিত হয়েছে: মার্চ ১৪, ২০২৪ , ১১:৫২ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ১৪, ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ণ

Sheikh Kiron

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তালার জালালপুর ইউনিয়নে পবিত্র মাহে রমজানে দ্বিতীয় রোজায় রোজাদারদের সম্মানে নাগরিক ঐক্য পরিষদ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলামের ইফতার মাহফিল, মতবিনিময় ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার তালার জেঠুয়া বাজার চত্বরে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জালালপুর ইউনিয়নে নাগরিক ঐক্য পরিষদের নেতা ও অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা হাশেম আলী গাজীর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম।

নাগরিক ঐক্য পরিষদের নেতা মকবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরিক ঐক্য পরিষদের নেতা ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ জলিল আহমেদ. বিশিষ্ট ক্রীড়াবিদ শেখ হাবিবুর রহমান হাবিব,ইসলামকাটি ইউনিয়নের নাগরিক ঐক্য পরিষদের নেতা আবুল কাশেম শেখ,খলিশখালী ইউনিয়ন নাগরিক ঐক্য পরিষদের নেতা আসাদুজ্জামান, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি এস.এম আব্দুল আলীম, জালালপুর ইউনিয়ন নাগরিক ঐক্য পরিষদের নেতা জাবির হোসেন, ইকবল হোসে, আব্দুল লতিফ, জালালপুর ইউনিয়ন নাগরিক ঐক্য পরিষদের যুব নেতা শফিয়ার রহমান, কামরুল ইসলাম, নাগরিক ঐক্য পরিষদের ছাত্র নেতা এস.এম হাসান আলী বাচ্চু, জিএম জাহিদুর রহমান, সফিকুল ইসলাম গাজী, মারুফ হোসেন, তামিম রাব্বি আপন, সাকিব মোড়ল প্রমুখ। মতবিনিময় সভা শেষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে পরিচালনা করেন হাফেজ বায়োজিদ হোসেন।

সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলাম সন্ত্রাস-দখলবাজমুক্ত, ন্যায় বিচার, সুশাসন, উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার ফিরে পেতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার ও স্মাট উপজেলা গড়তে সকলের সহযোগিতা ও সমার্থন কামনা করেন।