Print

Rupantor Protidin

শৈলকুপায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে: মার্চ ১৩, ২০২৪ , ২:১০ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৩, ২০২৪, ২:১০ অপরাহ্ণ

Sheikh Kiron

জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা, ডেঙ্গু, জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রম এবং উপজেলার সার্বিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শৈলকুপা উপজেলা অডিটোরিয়াম মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ।

উপস্থিতিদের সাথে শৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা, ডেঙ্গু, জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রম এবং উপজেলার সার্বিক বিষয়ে মতবিনিময় করেন জেলা প্রশাসক।