Print

Rupantor Protidin

প্রথম দিনেই ঢিল ছুড়ে ‘বুড়িমারী এক্সপ্রেসের’ গ্লাস ভাঙলো দুর্বৃত্তরা

প্রকাশিত হয়েছে: মার্চ ১৩, ২০২৪ , ১২:৪৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১৩, ২০২৪, ১২:৪৫ অপরাহ্ণ

Sheikh Kiron

লালমনিরহাটে উদ্বোধনী দিনেই রেললাইনের পাথর ছুড়ে বুড়িমারী এক্সপ্রেসের গ্লাস ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো যাত্রী হতাহত হননি। গতকাল রাত ৮টায় হাতীবান্ধা উপজেলার ঘুন্টি বাজার এলাকায় চলন্ত ট্রেনে ঢিল মেরে গ্লাস ভেঙে দেয় দুর্বৃত্তরা।

খোঁজ নিয়ে জানা গেছে, লালমনিরহাটের বুড়িমারী রেল স্টেশনে ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি। উদ্বোধন শেষে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ফেরার পথে হাতীবান্ধা উপজেলার ঘুন্টি বাজার এলাকায় এলে দুর্বৃত্তরা রেললাইনের পাথর দিয়ে ঢিল মেরে জানালার গ্লাস ভেঙে দেয়। ওই ট্রেনে থাকা প্রত্যক্ষদর্শী যাত্রী সোহেল রানা বলেন, আমি ঢাকার উদ্দেশে হাতীবান্ধা রেল স্টেশন থেকে বুড়িমারী এক্সপ্রেসে উঠি। পথিমধ্যে উপজেলার ঘুন্টি বাজার এলাকা পার হলে কে বা কারা তিনটি ঢিল মারে। এতে করে একটি ঢিল ট্রেনের জানালার গ্লাস ভেঙে ভেতরে ঢুকে যায়। তবে কেউ হতাহত হয়নি। একজন সাধারণ যাত্রী হিসেবে বলতে চাই, দেশের সম্পদ আমরা নিজেরাই নষ্ট করছি। এটা কাম্য নয়।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) আব্দুল্লাহ আল মামুন বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। কে বা কারা এটা করেছে জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের খোঁজ করে আইনের আওতায় আনা হবে।