Print

Rupantor Protidin

পবিত্র রমজান উপলক্ষে

আজ থেকে নতুন সময়সূচিতে ব্যাংকে লেনদেন

প্রকাশিত হয়েছে: মার্চ ১২, ২০২৪ , ১:০৪ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১২, ২০২৪, ১:১২ অপরাহ্ণ

Sheikh Kiron

পবিত্র রমজান মাস উপলক্ষে আজ থেকে ব্যাংকে লেনদেন চলবে নতুন সময়সূচিতে। লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০মিনিট পর্যন্ত। এর মধ্যে জোহরের নামাজের জন্য বিরতি থাকবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত।

নামাজের বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নতুন সময়সূচি নির্ধারণ করে গত সোমবার এবিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।

তাতে বলা হয়, দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

রমজান মাস শেষ হওয়ার পর অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।