Print

Rupantor Protidin

বেনাপোলে এক হিজরাকে হত্যা, কবর থেকে জবাই করা লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: মার্চ ১২, ২০২৪ , ১১:১৯ পূর্বাহ্ণ | আপডেট: মার্চ ১২, ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ণ

Sheikh Kiron

বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের একটি কবরস্থান থেকে রেশমা নামে এক হিজরার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেশমা (হিজড়া) কাগজপুকুর রাজবাড়ি এলাকার মৃত জাকির হোসেন ও চুমকি বেগমের সন্তান।

বেনাপোল পোর্ট থানার পুলিশ কাগজপুকুর গ্রামের কবরস্থান থেকে নিখোঁজ হিজরা রেশমার পোতা রাখা লাশ উদ্ধার করেন। কয়েকদিন যাবত রেশমা (হিজড়া) নিখোঁজ ছিল।

গত সোমবার বেলা বারোটার দিকে স্থানীয় লোকজনের দেওয়া সংবাদের ভিত্তিতে কাগজপুকুর কবরস্থানের মধ্যে ৩ ফুট মাটির নিচে পুঁতে রাখা রেশমার লাশ উদ্ধার করেন বেনাপোল পোর্ট থানার পুলিশ।

হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। ফারুক হোসেন সহ ৪/৫ জন সিরাজুল ইসলামের লাউক্ষেতের মধ্যে গলায় চাকু দিয়ে হিজড়া রেশমাকে জবাই করে হত্যা করে বলে জানা গেছে। হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে ওই লাউক্ষেতে রেশমাকে পুঁতে রাখে।

পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে ফারুককে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। হত্যাকাণ্ডের ঘটনা আরও আসামিরা জড়িত থাকতে পারে বলে পুলিশ এই মুহূর্তে মুখ খুলতে চাচ্ছেনা। লাশ ময়না তদন্তের জন্য যশোর হাসপাতালে পাঠানো হয়েছে বলে বেনাপোল থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানিয়েছেন।