যশোরের দানবীর হাজী মুহাম্মদ মহসীন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহামুদ হাসান লাইফ। এরআগে প্রতিষ্ঠানের অভিভাবক সদস্যদের নির্বাচনে ৮ প্রার্থীর মধ্যে ৪জন ও সংরক্ষিত মহিলা পদে একজন নির্বাচিত হন।
পরবর্তিতে সোমবার সকাল ১০ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে শিক্ষা অফিসার ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার রবিউল ইসলাম অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিদের সাথে আলোচনা করেন। তার পর সদস্যদের ভোটের আহবান করেন। এবং সদস্যরা উপস্থিত কন্ঠ ভোটে সভাপতি নির্বাচিত করেন মাহমুদ হাসান লাইফ কে।
এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ফজলুর রহমান ও সাধারণ অভিভাবক সদস্য আশাদুল ইসলাম, ইমরান হোসেন, মাসুদ হাসান ডালিম, তরিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য মোছাম্মদ আশা, সাধারণ শিক্ষক প্রতিনিধি গৌতম কুমার কর, ওজিয়ার রহমান, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি তাসলিমা খাতুন।
এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।