Print

Rupantor Protidin

কপিলমুনিতে রায় সাহেব বিনোদ বিহারী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: মার্চ ১১, ২০২৪ , ৮:১২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১১, ২০২৪, ৮:১২ অপরাহ্ণ

Sheikh Kiron

কপিলমুনিতে রায় সাহেব বিনোদ বিহারী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩-৩০টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় গাজীর হাট ফুটবল একাদশ ৩-০ গোলে তালার সৈকত একাডেমী কে পরাজিত করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণন করেন, পাইকগাছা-কয়রার সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়ল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন এর সভাপতিত্বে ও কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সালাম স্টিল এর খুলনা জেলার ম্যানেজার এ এইম আসাদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান লিপিকা ঢালী, কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, সাবেক প্রধান শিক্ষক হরে কৃষ্ণ দাশ, কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা, কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরদার বজলুর রহমান, কে কে এস পির সভাপতি শেখ আ. রশিদ, সাধারণ সম্পাদক এম বুলবুল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সাধন কুমার ভদ্র, চম্পক কুমার পাল, কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি জিএম হেদায়েত আলী টুকু, কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান, জেলা ছাত্রলীগের মৃনাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সাধারণ ফাইমিন সরদার, তৈয়বুর রহমান রকি, হাফিজুর রহমান, কামরুজ্জামান আকাশ, আমিরুল ইসলাম প্রমুখ।

ধারাভাষ্যে ছিলেন সাতক্ষীরা জেলা ধারাভাষ্য ফোরামের সভাপতি ওলিউল ইসলাম। রেফারির দ্বায়িত্ব পালন করেন কামাল আহমেদ, মিনার হোসেন, মফিজুল ইসলাম।