Print

Rupantor Protidin

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের মৃত্যুতে ইবি প্রশাসনের শোক

প্রকাশিত হয়েছে: মার্চ ১১, ২০২৪ , ৭:৪৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১১, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ণ

Sheikh Kiron

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া পৃথক শোকবার্তায় শোক জানিয়েছে। শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় উপাচার্য বলেন, ইহসানুল করিমের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব এবং দক্ষ কর্মকর্তাকে হারিয়েছেন। দেশের সাংবাদিকতায় ইহসানুল করিমের প্রচুর অবদান ছিল যা কখনও পুরণ হবার নয়।

উল্লেখ্য, প্রেস সচিব ইহসানুল করিম ২০১৫ সাল থেকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি রাষ্ট্রপতির প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।