Print

Rupantor Protidin

শিবগঞ্জে জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবসসহ নানা দিবসের প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত হয়েছে: মার্চ ১১, ২০২৪ , ৪:৫২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১১, ২০২৪, ৪:৫২ অপরাহ্ণ

Sheikh Kiron

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক মেয়র তৌহিদুর রহমান মানিক।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক কর্মকর্তা গোলাম মোর্শেদ, সহকারী প্রোগ্রামার মাহফুজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার পদ্মা রানী, অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, তাজুল ইসলাম, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, উপজেলা আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন শিবলী প্রমুখ।