Print

Rupantor Protidin

চাঁদ দেখা গেলে আগামীকাল থেকে রমজান শুরু

প্রকাশিত হয়েছে: মার্চ ১১, ২০২৪ , ১:১১ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১১, ২০২৪, ১:১১ অপরাহ্ণ

Sheikh Kiron

আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা। সোমবার সন্ধ্যায় হিজরি ১৪৪৫ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল মঙ্গলবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। এ ক্ষেত্রে আজ রাতেই এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসলিমরা তারাবির নামাজ পড়া শুরু করবেন এবং শেষরাতে সেহরি খাবেন।

যদি আজ চাঁদ না দেখা যায় তবে আগামীকাল মঙ্গলবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার থেকে রোজা শুরু হবে। এ ক্ষেত্রে আগামীকাল থেকে তারাবি শুরু হবে এবং শেষরাতে খেতে হবে সেহরি।

তাই পবিত্র রমজান মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ফরিদুল হক খান এমপি। গত রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামিক ফাউন্ডেশন।

অন্যদিকে সৌদি আরবে গতকাল সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে দেশটিতে রোজা শুরু হয়েছে।