‘নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জয়তী সোসাইটি যশোরের আয়োজনে আন্তর্জাতিক নারীদিবস উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় শহরের মুজিব সড়কের রেলগেটের নিজস্ব কার্য়ালয়ে অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষ্যে ৪০০ নারীর অংশ গ্রহনে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে পায়রা উড়িয়ে র্যালিটি উদ্বোধন করেন, সরকারী মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের উপপরিচালক আনিছুর রহমান, এমএসটিপি স্কুল এন্ড কলেজ, যশোর এর সহকারী প্রধান শিক্ষক ফারজানা করিম, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়, যশোর এর সহকারী শিক্ষক (আইসিটি) বুলবুল নাহার প্রমুখ।
এছাড়া এদিন বিকালে আন্তর্জাতিক নারীদিবসের তাৎপর্য্য নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন (পিপিএম-সেবা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁচতে শেখা যশোরের নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোঃ লিংঃ এর সিনিয়র এক্সিকিউটিভ সেলস মাইন উদ্দিন, এক্সিকিউটিভ সেলস আশফাত হোসাইন, জয়তী ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচির সহ-সাধারণ সম্পাদক পরিতোষ কুমার বিশ্বাস, এডাব যশোর এর সহ-সভাপতি শাহাজান নান্নু, দাতা সদস্য দিলরুবা খানম। অনুষ্ঠানের শুরুতে জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস মহোদয় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। উপস্থিত ছিলেন, জয়তী সোসাইটির সকল কর্মী ও কর্মকর্তাবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জয়তী ৬০ উর্ধ্ব নারীসেবা কর্মসূচির সদস্য কাজী লুৎফুন্নেছা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার।
উল্লেখ্য, র্যালিটি জয়তী সোসাইটি থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিন করে আবার জয়তী সোসাইটিতে এসে শেষ হয়। র্যালিটিতে অংশ গ্রহন করেন জয়তী সোসাইটির ৫৪টি সংগঠনের নেতা-সদস্য, জয়তী সোসাইটির কর্মী-কর্মকর্তাবৃন্দ।