Print

Rupantor Protidin

চৌগাছায় নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: মার্চ ৮, ২০২৪ , ৭:০৭ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৮, ২০২৪, ৭:১৭ অপরাহ্ণ

Sheikh Kiron

‘নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্য নিয়ে যশোরের চৌগাছায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলা মিলয়াতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা, ইউপি সদস্য সাফিয়া সুলতানা সেঁজুতি, কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিল্পী মিজানুর রহমান, মমতাময়ীর সভানেত্রী রাফেজা খানম ও রীমা খাতুন প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুন্নাহার, আনছার ভিডিপি কর্মকর্তা মমতাজ পারভীন, আশরাফ ফাউন্ডেশনের পরিচালক রাসেল আশরাফ, ইউপি সদস্য পারভীনা বেগম, তাসলিমা খাতুন, শাকিলা বেগম, আদুরি খাতুন, জাহানারা বেগম, মিতালী বেগম, সাগরিকা খাতুন ও হাসিনা বেগম প্রমূখ।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন নারীরা মেধা ও যোগ্যতা দিয়ে দিনদিন এগিয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই তারা সাফল্য দেখাচ্ছে। নারীদের আরো গতিশীল করতে হলে সামাজিক বৈষম্য দূর করতে হবে। অর্থনৈতিকভাবে নারীদের স্বাবলম্বী হতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, নারীদের এগিয়ে যেতে পুরুষের পাশাপাশি সকলকে আন্তরিক সহযোগিতা করতে হবে। তাহলে সকল বৈষম্য দূর হয়ে নারীর অধিকার প্রতিষ্ঠা পাবে।

আলোচনা সভার আগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা চত্তর থেকে শুরু হয়ে চৌগাছা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।