Print

Rupantor Protidin

ইবিতে ঐতিহাসিক ভাষণ দিবসে মুজিব ম্যুরালে ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত হয়েছে: মার্চ ৭, ২০২৪ , ১:৪৭ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৭, ২০২৪, ১:৪৭ অপরাহ্ণ

Sheikh Kiron

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবিতে) ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের প্রতিধ্বনিতে র‌্যালি বের করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে জড়ো হয় সংগঠনটির নেতাকর্মীরা।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ সভাপতি তন্ময় সাহা টনি, বনি আমিন, আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, হোসাইন মজুমদার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.আলমগীর হোসেন ভূঁইয়ার নেতৃত্বে সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বর থেকে র‍্যালি আরম্ভ হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে শেষ হয়। র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় তার সাথে ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল ও দায়িত্বরত প্রক্টর ড.আমজাদ হোসেন। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে একে একে বঙ্গবন্ধু পরিষদ ও ইবি থানার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।