Print

Rupantor Protidin

রোভার মুট ইয়ুথ পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় সেরা বক্তা যবিপ্রবির ইফতেখার মাহমুদ

প্রকাশিত হয়েছে: মার্চ ৭, ২০২৪ , ১:২৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৭, ২০২৪, ১:২৫ অপরাহ্ণ

Sheikh Kiron

সুবর্ণজয়ন্তী রোভার মুট ২০২৪ এর ইয়ুথ পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রোভার ইফতেখার মাহমুদের দল চ্যাম্পিয়ন হয়েছে ও একইসাথে তিনি সেরা বক্তা নির্বাচিত হয়েছেন।

গত মঙ্গলবার বির্তক প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। “মেট্রোরেল ও ওভার ব্রিজই যানজট নিরসনের একমাত্র উপায়” বিষয়ে যবিপ্রবির রোভার এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের শিক্ষার্থী ইফতেখার মাহমুদের দল ‘বিরোধী দল’ হিসেবে বিতর্ক করে।

চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন যবিপ্রবি শিক্ষার্থী ইফতেখার মাহমুদ লাবিব, রাজশাহী সরকারি মহিলা কলেজের আলেয়া পলি, ইসলামি বিশ্ববিদ্যালয়ের মাহমুদুল হাসান ও ঢাকা কলেজের মেহেদী হাসান।

চ্যাম্পিয়ন ও সেরা বক্তা হয়ে যবিপ্রবি শিক্ষার্থী ইফতেখার মাহমুদ বলেন, এমন একটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আমি অনেক আনন্দিত। সামনে যেন এমন ধারাবাহিকতা বজায় রেখে যবিপ্রবি ও যবিপ্রবি রোভারের সম্মান নিয়ে আসতে পারি সেই চেষ্টায় করবো।

উল্লেখ্য, সুবর্ণজয়ন্তী রোভার মুটের কার্যক্রমে চ্যালেঞ্জ-৫ অন্বেষণের মাধ্যমে প্রায় ছয় হাজার ছেলে-মেয়েদের মধ্য থেকে উপস্থিত বক্তৃতার মাধ্যমে ১৬ জনকে বাছাই করা হয় এবং ইয়ুথ পার্লামেন্ট বিতর্কের জন্য এই ১৬ জনকে চারটি ভাগে ভাগ করে সেমিফাইনালে অংশগ্রহণ করানো হয়। সেমি ফাইনালের সেরা দুটি দলকে নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হয়।