Print

Rupantor Protidin

বঙ্গবন্ধুর সমাধিতে ববির নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত হয়েছে: মার্চ ৬, ২০২৪ , ৮:২২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৬, ২০২৪, ৮:২২ অপরাহ্ণ

Sheikh Kiron

স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

বুধবার বিকাল ৫ টায় উপাচার্য মহোদয় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট, প্রক্টর, পরিচালক, দপ্তর প্রধান, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া সকলকে সাথে নিয়ে ১ মিনিট নিরবতা পালন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের রূহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন। পরে উপাচার্য  সমাধি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে পরিদর্শক বহিতে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া গত ০৪ মার্চ ২০২৪ তারিখ বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন।