Print

Rupantor Protidin

৪০ দিনের ছুটিতে যাচ্ছে ইবি, শুরু ১১ মার্চ

প্রকাশিত হয়েছে: মার্চ ৬, ২০২৪ , ৭:৫২ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৬, ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ

Sheikh Kiron

পবিত্র রমজান ও ইদ-উল-ফিতর উপলক্ষে এক চিল্লা সমপরিমাণ চল্লিশ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীরা। এই ছুটিতে শিক্ষার্থীদের সকল প্রকার ক্লাস বন্ধ থাকবে। তবে ডিপার্টমেন্ট চাইলে পরীক্ষা নিতে পারে। আগামী ১১ই মার্চ, ২০২৪ সোমবার হতে ছুটি শুরু হবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ই মার্চ ২০২৪ হতে ১৭ই এপ্রিল ২০২৪ পর্যন্ত বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়। এছাড়াও বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০শে এপ্রিল থেকে ক্লাস পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা যায়, ছুটিকালীন সময়ে যদি কোন বিভাগ পরীক্ষা গ্রহণ করতে চায় (ক্যালেন্ডারে উল্লেখিত লাল কালি ব্যতীত) সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ পরিবহণ অফিসে রিকুইজিশন দিয়ে গাড়ির ব্যবস্থা গ্রহণ করবে।

এবিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, একাডেমিক কাউন্সিলে ছুটির বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে বন্ধের এই সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা সমূহ যেমন-চিকিৎসা, পানি, বিদ্যুৎ’সহ নিরাপত্তা ও এস্টেট চালু থাকবে এবং অফিস কার্যক্রম যথারীতি চলবে।

এদিকে আবাসিক হল বন্ধের বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, একাডেমিক কাউন্সিলে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। হল সমূহ বন্ধের ব্যপারে কোনো সিদ্ধান্ত হয়নি। ছুটিতে হল খোলা থাকবে। যদি বন্ধ করতে হয় নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে।