Print

Rupantor Protidin

অভিনয়ের ফারিণ এবার গানে, সঙ্গে তাহসান

প্রকাশিত হয়েছে: মার্চ ৬, ২০২৪ , ১২:৩৬ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৬, ২০২৪, ১২:৩৬ অপরাহ্ণ

Sheikh Kiron

নাটক কিংবা ওটিটি, সবখানেই আছেন তাসনিয়া ফারিণ। মাঝে অবশ্য দেশের বাইরে একটা সিনেমাতে অভিনয় করে এলেন। এবার অভিনয়ের ফারিণ এলেন গানে। কিছুদিন আগে তার গাওয়া একটা গান ভাইরালও হয়েছিল।

এবার একটি মৌলিক গানে কণ্ঠ দিলেন এ অভিনেত্রী। গানের শিরোনাম ‘রঙে রঙে রঙিন হব’। এটি লিখেছেন কবির বকুল। গানটিতে ফারিণের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তাহসান খান।

গানটির সুর-সংগীতের কাজটি করেছেন ইমরান মাহমুদুল। জানা গেল, গানটি তৈরি করা হয়েছে দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ পর্বের জন্য।

গানটি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘একদম হুট করেই গানটি করা। হঠাৎ আমার কাছে হানিফ সংকেত দাদার ফোন আসে। ফারিণ জানিয়েছেন, আগামীতে অভিনয়ের পাশাপাশি পছন্দসই গানের কাজও চালিয়ে যাবেন।