Print

Rupantor Protidin

হঠাৎ উধাও হয়ে গেল ফেসবুক!

প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২৪ , ৯:৫৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৫, ২০২৪, ১০:০৭ অপরাহ্ণ

Sheikh Kiron

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বাংলাদেশের ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগইন করতে পারছেন না। এমনকি ফেসবুকে সক্রিয় থাকা আইডিগুলোও স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। বিভিন্ন গণমাধ্যম থেকে কর্মীরা রূপান্তর প্রতিদিনকে জানিয়েছেন তারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না। রূপান্তর প্রতিদিনের কর্মীরাও ফেসবুক লগইন করতে পারছেন না বলে জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের গ্রাফে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।