Print

Rupantor Protidin

কেশবপুরের মনোজ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০২৩ , ৯:২৮ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ৯:৩০ অপরাহ্ণ

Sheikh Kiron

মনোজ তরফদার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ১শত ১১ সদস্য বিশিষ্ট নামের তালিকা প্রকাশিত হয়েছে।

মনোজ তরফদার কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের বায়সা গ্রামের সাবেক চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ সভাপতি স্বপন তরফদার মধু ও লিপীকা তরফদারের বড় ছেলে।

মনোজ তরফদার কেশবপুর ৩ নম্বর মজিদপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক মন্দির সংস্কার বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি তিনি সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে সুপরিচিত।

এই ব্যাপারে মনোজ তরফদার বলেন আমি ১৯ সেপ্টেম্বর চিঠির মাধ্যমে জানতে পারলাম যে আমাকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত করেছে। আমাকে উক্ত পদে নির্বাচিত করাই কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকলের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি।