Print

Rupantor Protidin

শার্শায় ৩৪ টি চোরাই মোবাইলসহ গ্রেফতার -২

প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২৪ , ৮:৪৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৫, ২০২৪, ৮:৪৫ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের শার্শায় চোরাই মোবাইল ফোনসহ ২ চোরা কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গত সোমবার মার্চ ডিবি যশোরের এসআই আব্দুল্লাহ আল মামুন, এসআই আমিরুল ইসলাম, এএসআই শেখ কামরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে

এসময় যশোর শার্শা থানার নাভারন বাজারের কাজিরবেড় মোড়ে আফজাল সুপার মার্কেটের ইমরান টেলিকম নামক মোবাইলের দোকান হতে ৮ টি এবং একই তারিখে যশোর শার্শা থানার নাভারন ব্যাংক মার্কেটের প্রাইম টেলিকম এন্ড ইলেকট্রনিক্স নামক মোবাইলের দোকান হতে ২৬ টি চোরাই মোবাইলসহ ঝিকরগাছা থানার করিমালি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ইমরান হোসেন(৩৭), ও শার্শা থানার উত্তর বুরুজ বাগান গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাহাত আল মুবিন সিয়াম (২০) কে গ্রেফতার করেন।

এ বিষয়ে এসআই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে যশোর শার্শা থানায় এজাহার দায়ের করেন।