Print

Rupantor Protidin

চৌগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২৪ , ৮:১৮ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৫, ২০২৪, ৮:১৮ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের চৌগাছায় একটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছেন ভ্রম্যমান আদালত। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পুরতান সোনালী ব্যাংক ভবনে অবস্থিত গল্প কুঠির নামের এই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গুঞ্জন বিশ্বাস।

এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীসহ নানা অনিয়মের অভিযোগে রেস্টুরেন্ট মালিক আরিফ হোসেনকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গুঞ্জন বিশ্বাস বলেন, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অভিযান  পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি  জানান।