Print

Rupantor Protidin

ঝিনাইদহে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক

প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২৪ , ২:২৪ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৫, ২০২৪, ২:২৪ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহে ১২ কেজি গাঁজাসহ আমিন (৪৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে তাকে সদর উপজেলার ছয়াইল নামক স্থান থেকে আটক করা হয়। আটকৃত আসামী খাগড়াছড়ি জেলার বাঙ্গালকাটি গ্রামের আব্দুল মতিনের ছেলে আব্দুল আমিন।

ঝিনাইদহ সদর সার্কেল মীর আবিদুর রহমান জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতেপারি ঝিনাইদহ-ঢাকা মাগুরা সড়কের ছয়াইল নামকস্থানে কিছু মাদক কারবারি মদক বিক্রির জন্য একজায়গায় জড়ো হয়েছে।

এই সংবাদর ভিত্তিতে সেখানে অপারেশন চালিয়ে আমিনকে দাড়িয়ে থাকতে দেখি। পরে সন্দেহ হলে আমিনের সাথে কথা বলার একপর্যায়ে তার কাছে থাকা দুইটি প্যাকেট খুলতে বললে দেখা যায় এরমধ্যে তেজপাতা ভরা। সেই তেজপাতা সরিয়ে একে একে ২৪ বান্ডিল গাজা পাওয়া যায়। এক এক প্যাকেটে আধা কেজি করে গাজা রয়েছে। সে এগুলো কমমূল্যে খাগড়াছড়ি থেকে নিয়ে এসে এসব এলাকায় কমমূল্যে বিক্রি করতো বলে জানিয়েছে।

আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।