Print

Rupantor Protidin

ঝিনাইদহ অপহরণ চক্রের দুই সদস্য গ্রেফতার

প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২৪ , ১:৫৬ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৫, ২০২৪, ১:৫৬ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহের হরিনাকুন্ডে অপহরণ চক্রের মূলহোতাসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। দিবাগত রাত সাড়ে ১২টার সময় উপজেলার হরিশপুর ও চটকাবাড়ীয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

আসামীরা হলো, ঝিনাইদহের হরিণাকুন্ড গ্রামের ইচাহাক মন্ডলের ছেলে মিটুল মন্ডল (৩৩) ও চটকাবাড়ীয়া গ্রামের আক্কাচ আলীর ছেলে জহুর ইসলাম (৩৫)।

র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর নাইম জানান, গত ২৪ এপ্রিল ২০২৩ সালে ঠাকুরগাও জেলার রাণীশংকৈল থানার ভবান্দপুর গ্রামের আইয়ুব আলী (৬৭) সকাল ৯টার দিকে নিজ বাড়ি হতে তার কথিত ধর্ম ছেলে জনৈক আলী হোসেনের সঙ্গে বের হয়। সন্ধ্যা পার হলেও ভিকটিম আইয়ুব আলী বাড়িতে ফিরে না আসলে ভিকটিমের একমাত্র জামায় আব্দুল আলিম নিজ শ্বশুড়ের খোঁজ করতে থাকেন। একপর্যায়ে গত ২৫/০৪/২৩ ইং তারিখে সকল আত্মীয় স্বজনসহ খোজাখুজি করে ভিকটিমকে না পেয়ে রাণীশংকৈল থানায় ঘটনার পরেরদিন গত ২৫ এপ্রিল সাধারণ ডায়েরি করেন। একপর্যায়ে তাদের কাছে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন ছয় লক্ষ টাকা মুক্তিপন দাবী করা হয়। দাবীকৃত টাকা না দিলে ভিকটিমকে হত্যার হুমকি প্রদান করা হয়। এরপর ভিকটিমের মেয়ের জামাই বাদী হয়ে রাণীশংকৈল থানায় আলি হোসেনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।

তিনি আরো জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে অপহরণ চক্রের মূলহোতাসহ অন্যান্য আসামীরা ঝিনাইদহ হরিণাকুন্ডতে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আভিযানিক দলটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত অপহরণ চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীগণদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।

পরে গ্রেফতারকৃত আসামীগণদের ঠাকুরগাও জেলার রানীশংকৈল থানায় হস্তান্তর করা হয়েছে।