Print

Rupantor Protidin

বসুন্দিয়া টিচার্স এসোসিয়েশনের বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত হয়েছে: মার্চ ২, ২০২৪ , ১০:১৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২, ২০২৪, ১০:১৫ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে বসুন্দিয়া টিচার্স এসোসিয়েশনের বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান করেছেন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। শনিবার বিকালে ইউনিয়নের বসুন্দিয়া মোড়ে বসুন্দিয়া টিচার্স এসোসিয়েশনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়।

এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জামদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সৈয়দ কবির হোসেন জনি।

বসুন্দিয়া টিচার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আক্তারুল আলমের সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহিদুর রহমান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাগর খান, ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সচিব মুন্না বিশ্বাস প্রমুখ।