Print

Rupantor Protidin

মাদরাসা রিজিয়া আল ইসলামিয়া এর শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে: মার্চ ২, ২০২৪ , ৮:৪৭ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২, ২০২৪, ৮:৪৭ অপরাহ্ণ

Sheikh Kiron

কপিলমুনির পার্শ্ববর্তী হরিঢালী ইউনিয়নে শনিবার বেলা ১১টায় মাদরাসা রিজিয়া আল ইসলামিয়া এর শুভ উদ্বোধন করা হয়েছে।মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিশনার, কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মুহম্মদ জাকির হোসেন।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জি এম লুফৎর রহমান। বক্তব্য রাখেন জামিয়া রিজিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জি এম রহমত আলী।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূর ই. আলম, আ. খ. ম মাসুম বিল্লাহ, ড. মোস্তফা ইকবাল, কাজী শামসুদ্দিন মানিক প্রমূখ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ ইসমাইল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ।