Print

Rupantor Protidin

সাতক্ষীরা কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: মার্চ ২, ২০২৪ , ৪:৪৫ অপরাহ্ণ | আপডেট: মার্চ ২, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ণ

Sheikh Kiron

ঐতিহ্যবাহী সাতক্ষীরা কিন্ডারগার্টেন এর বার্ষিক মেধা, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা কিন্ডারগার্টেন চত্বরে সাতক্ষীরা কিন্ডারগার্টেন এর পরিচালক ও হেড টিচার রফিকুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন,  সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল হাদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস। সাতক্ষীরা কিন্ডার গার্টেন এর  সিনিয়র শিক্ষক রাফিজা খাতুন ও আবু জাকারিয়া এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক মো. আমিরুল ইসলাম, মাজহারুল ইসলাম, সিরাজুল ইসলাম, শামীমা আক্তার, শামছুন্নাহার ফেরদৌস, সালমা জেসমিন,নাছিমা আক্তার, শহিদুল ইসলাম, দেবাশীষ দাস, শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, রিনা রানী রায়,  আবু ছালেক প্রমুখ। এসময় সাতক্ষীরা কিন্ডারগার্টেন এর সকল পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা বলেন, সাতক্ষীরা কিন্ডারগার্টেনের সুনাম সারা জেলা ব্যাপি রয়েছে। সকল শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় সাতক্ষীরার এক নম্বর কিন্ডারগার্টেনে পরিনত হয়েছে।

উল্লেখ্য,গত ৮ই ফেব্রুয়ারি সাতক্ষীরা স্টেডিয়ামে উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।