Print

Rupantor Protidin

বিএসপির ২৩৫তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: মার্চ ১, ২০২৪ , ১০:১৩ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১, ২০২৪, ১০:১৩ অপরাহ্ণ

Sheikh Kiron

বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) ২৩৫তম মাসিক সাহিত্য সভা শুক্রবার সকাল ১০টায় সংগঠনের পোস্ট অফিস পাড়ার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।

বিএসপির সহ-সভাপতি আমির হোসেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, প্রফেসর দীনেশ মন্ডল, ড. শাহনাজ পারভীন, বাচিক শিল্পী জাহানারা খান কোহিনুর।

সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, শাহরিয়ার সোহেল, আহমেদ মাহাবুব ফারুক, নূরজাহান আরা নীতি, রাজপথিক, সঞ্জয় নন্দী, কাজী নূর, অ্যাড. মাহমুদা খানম, এম এ কাসেম অমিয়, অরুণ বর্মন, হুমায়ন কবীর, এস.এম শরিফুল আলম, নজরুল ইসলাম, এম এম মনিরুল ইসলাম প্রমুখ।

কবি অরুণ বর্মনের ‘ক্যাপসুলের নেপচুন ভ্রমণ’ কিশোর গল্প বইয়ের জন্য কিডস কারাভান শিশু সাহিত্য পান্ডুলিপি পুরস্কার ২৪ পাওয়ায় অনুষ্ঠানে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।