Print

Rupantor Protidin

যোগদান করেছেন যশোরে কোতয়ালি থানার নতুন ওসি আব্দুর রাজ্জাক

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৯, ২০২৩ , ১:০৯ অপরাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১:০৯ অপরাহ্ণ

Sheikh Kiron

 যশোর কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক । রবিবার (১৭ সেপ্টেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করেন তিনি। কোতয়ালি থানার সদ্য সাবেক ওসি মো. তাজুল ইসলামকে বদলী করা হয়েছে মেহেরপুরের গাংনী থানায়।

এর আগে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলামকে মেহেরপুরে এবং গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাককে যশোরে বদলি করা হয়। আদেশ পেয়েই রবিবার রাতে যশোর কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছন আব্দুর রাজ্জাক।

নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক কোতয়ালি থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ, মাদক সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, আইনের বাইরে কোন কিছু করা হবেনা। অন্যায়, বিশৃংখলা ও সমাজের জন্য ক্ষতিকর কোন কিছুই প্রশ্রয় দেওয়া হবে না। মানুষকে ভালো রাখতে হলে আইনের সঠিক প্রয়োগের বিকল্পনেই। আইনের কাছে প্রত্যেকটি নাগরিকই সমান। তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।

উল্লেখ্য, ২০০৪ সালে সাব ইন্সেপেক্টর (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন সিরাজগঞ্জের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান আব্দুর রাজ্জাক। কর্মজীবনে ডিএমপি, নরসিংদী, নারায়ণগঞ্জ, পাবনা, যশোরের ঝিকরগাছা, সর্বশেষ মেহেরপুরের গাংনী থানায় কর্মরত ছিলেন।