Print

Rupantor Protidin

বটিয়াঘাটায় কৃষি ব্যাংকে গ্রাহক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৯, ২০২৪ , ৬:২৯ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ১০:০৭ অপরাহ্ণ

Sheikh Kiron

খুলনার বটিয়াঘাটা উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংক বটিয়াঘাটা উপজেলা শাখার আয়োজনে ব্যাংকার-কাষ্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন বিষয় মতবিনিময় সভা ও প্রকাশ্যে ৪% সুদে প্রণোদনা ঋণ বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয় সম্প্রতি।

সকাল ১০ টায় ব্যাংক কার্যালয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা -১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল আলম খান ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মাজহারুল ইসলাম, মহাব্যবস্থাপক (দায়িত্বে) বাংলাদেশ কৃষি ব্যাংক, বিভাগীয় কার্যালয় খুলনা, আবু হাশেম মিয়া বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, বাংলাদেশ কৃষি ব্যাংক, বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, খুলনা, মো. মিজানুর রহমান উপ-পরিচালক বাংলাদেশ ব্যাংক, খুলনা, সভাপতি এস এম এ কাইয়ূম মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, বিকেবি, মুখ্য আঞ্চলিক কার্যালয় ও শেখ সাজ্জাদ হোসেন, ম্যানেজার, বাংলাদেশ কৃষি ব্যাংক, বটিয়াঘাটা শাখা খুলনা সহ আরো অনেকে।