Print

Rupantor Protidin

তালায় ফাগুন সমীরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২৪ , ৭:১৯ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ৭:১৯ অপরাহ্ণ

Sheikh Kiron

তালায় ফাগুন সমীরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ শে ফেব্রুয়ারী) তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপি প্রদর্শনী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমিন নাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, অধ্যাপক গোলাম ফারুক প্রমুখ।

দিনব্যাপি অনুষ্ঠান শেষে স্টল প্রদর্শনীতে বিজয়ী দের মাঝে পুরষ্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।