Print

Rupantor Protidin

সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৪৬ বোতল ফেনসিডিলসহ ১ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২৪ , ৬:২৬ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ৬:২৭ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরা সদর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪৬ (ছেচল্লিশ) বোতল ফেনসিডিল সহ এক নারী মাদক চোরা-কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতের নাম মোছাঃ রেশমা খাতুন (৩৫)। তিনি সদরের কাথন্ডা কয়েরপাড়া গ্রামের মোঃ ফারুক সরদারের স্ত্রী।

বুধবার (২৮ ফেব্রুয়ারী) ভোরে সাতক্ষীরা সদরের কাথন্ডা কয়েরপাড়া গ্রামের ছাত্তার সরদার এর ছেলে ফারুক সরদারের বসতবাড়ী থেকে ফেনসিডিল সহ ওই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম জানান, থানার এসআই মোঃ তাকবীর হোসাইনের নেতৃত্বে ও এসআই মোঃ জিন্নাহ আহম্মেদ, এএসআই লস্কর জোবায়ের হোসেনসহ সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে কাথন্ডা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আসামীর বসতবাড়ী তল্লাশি করে আসামীর বসতঘরের সামনের গোডাউন ঘর থেকে একটি বস্তায় রক্ষিত মোট ৪৬ (ছেচল্লিশ) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।