Print

Rupantor Protidin

ফেসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে

যশোরে কিশোর গ্যাংয়ের সদস্য খুন

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২৪ , ৩:৩১ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ৩:৩৯ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ আকাশ (২১) নামে এক কিশোর গ্যাংয়ের সদস্য খুন হয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে যশোর শহরের শংকরপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আকাশ একই এলাকার তোতা মিয়ার ছেলে। নিহত আকাশ চুরি, ছিনতাই, অস্ত্র ও মাদকের মামলার চিহ্নিত সন্ত্রাসী বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নিহত আকাশের স্ত্রী বলেন, ফেসবুকে একটি পোস্টে কমেন্ট করা নিয়ে একই এলাকার তানভিরের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। তানভির আমার স্বামীকে হোয়াটস অ্যাপে হত্যার হুমকি দেয়। রাতে তাকে ফোন করে ডেকে নিয়ে সাব্বির ও তানভিরসহ ১০ থেকে ১২ জন তাকে মারধর ও ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করে।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সাইফুর রহমান বলেন, তাকে রাত ১টা ৩৫ মিনিটে হাসপাতালে আনা হয়। পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে ঘটনার সঙ্গে জড়িতদের নাম-পরিচয় জেনে অভিযানে মাঠে নেমেছে। আসামিদের আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।