দেবহাটার একটি পরীক্ষাকেন্দ্রে নকলের অভিযোগে ৫ পরীক্ষার্থীকে বহিস্কার করেছে প্রশাসন। বৃহস্পতিবার উপজেলার সখিপুর আলিম মাদ্রসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার একমাত্র মাদ্রাসা শিক্ষার্থীদের দাখিল পরীক্ষা কেন্দ্রে নকল ও অসৎ উপায়ে পরীক্ষা হচ্ছে এমন অভিযোগে সেখানে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান। গোপন তথ্যের ভিত্তিতে সখিপুর আলিম মাদ্রাসায় পৌঁছে পরীক্ষা সংক্রান্ত খোঁজ নেন তিনি। এসময় ১০.৩০ মিনিটের মধ্যে গনিত পরীক্ষার ওএমআর সিট জমা নেওয়ার কথা থাকলেও ১০.৪৫ মিনিটেও তা জমা না নেওয়ার বিষয়টি সন্দেহের নজরে আসে। পরে বিভিন্ন শিক্ষার্থীর উত্তরপত্র যাচাই করলে সেখানে ব্যাপক অনিয়মের প্রমাণ মেলে। এসময় ৫ জন শিক্ষার্থীর নিজ সেট কোড ছাড়া অন্য সেড কোড পুরণ করা। যেমন- খ, গ, ঘ সেড কোড পুরণ করে পরবর্তীতে ওই বৃত্ত মুছে ও ছিড়ে ফেলে নতুন করে প্রত্যেকে ‘ক’ সেড কোড পুরণ করে নকল বা অসৎ উপায় অবলম্বন করে।
এঘটনায় উপজেলা নির্বাহী অফিসার সখিপুর আলিম মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সুপার ও কেন্দ্র সচিব মাধ্যমে ওই ৫ পরীক্ষার্থীকে বহিস্কার করে। একই সাথে পরীক্ষা পরিচালনা কমিটির মাধ্যমে সখিপুর আলিম মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সুপার ও কেন্দ্র সচিব পরিবর্তন করে নতুন দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গ্রহন করে।
উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান জানান, নকল ও অসৎ পন্থা অবলম্বনে ৫ জনকে বহিস্কার করা হয়েছে। এছাড়া কেন্দ্র সুপার ও সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।