Print

Rupantor Protidin

অমর একুশে ইবি সিআরসির চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২১, ২০২৪ , ৮:৪৮ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ণ

Sheikh Kiron

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাম ফর রোড চাইল্ড (সিআরসি) বিশ্ববিদ্যালয় শাখা স্কুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ভিন্নরূপে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার বেদিতে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের ইমদাদুল হকের সঞ্চালনায় প্রথমে জাতীয় সংগীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়।
এই সময় উপস্থিত ছিলেন সিআরসি স্কুলের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন মঞ্জু, সাব্বির খান, নবীন শিক্ষক সাঈফুদ্দিন সহ সংগঠনটির  সদস্য আখি আলমগীর, লাময়া, কেয়া প্রমুখ।
নবীন সদস্য আখি আলমগীর তার বক্তব্যে  শিশুদের সামনে ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। নবীন শিক্ষক সাঈফুদ্দিন ভাষা আন্দোলনের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেন পৃথিবীর বুকে একমাত্র দেশ! যে দেশটি ভাষার জন্য রক্ত দিয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ, তাই আমাদের উচিত ভাষাকে রক্ষা করা।
সংগঠনটির সভাপতি শাহীদ কাওসার তার বক্তব্য বলেন, ‘একুশে ফেব্রুয়ারি আমাদের অনুপ্রেরণা’ এই অনুপ্রেরণা আগামী প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখার জন্য সি আর সি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এই দিবসের তাৎপর্য তুলে ধরার জন্যই চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন। এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুরা ভাষা আন্দোলনের গুরুত্ব হাতে কলমে শিখতে পারবে। তিনি আশাবাদী বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য সি আর সি ইবি শাখা অগ্রণী ভূমিকা পালন করবে।
চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান সহ সকল শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।