Print

Rupantor Protidin

মাগুরায় যথার্থ মর্যাদায় ভাষা শহীদ দিবস পালিত

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২১, ২০২৪ , ৭:০০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ১০:০০ অপরাহ্ণ

Sheikh Kiron

আজ একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা দেশের ন্যায় মাগুরায়ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথেই প্রভাত ফেরীর মধ্য দিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিশেষ করে ছাত্র-ছাত্রীদের রেলীর ও শহীদ মিনারে পুস্পস্তবকের মধ্যে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মাগুরার সর্বত্র ভাষা আন্দোলনের স্মৃতি স্মরণে নানা আয়োজন সুচারুরূপে সম্পন্ন করা হয়েছে। শুধু বাংলাদেশেই নয় বিশ্বের সকল স্বাধীন রাষ্ট্রেই দিবসটি যথার্থ মর্যাদায় পালিত হয়েছে। মাগুরার বিভিন্ন উপজেলার মধ্যে বিশেষ করে শালিখা উপজেলায় ভাষা শহীদদের স্মরণের আয়োজনটি ছিল দৃষ্টি নন্দন। উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব হরেকৃষ্ণ অধিকারী এবারের আয়োজন স্মরণকালের শ্রেষ্ঠ বলে মন্তব্য করেছেন সুনাম ধন্য প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা। শিক্ষিকার ব্যাক্তিগত ফেসবুক প্রোফাইলে একটা প্রভাত ফেরীর ভিডিও আপলোড করে তিনি মন্তব্য করেন এ যাবত কালের শ্রেষ্ঠ প্রভাত ফেরীর আয়োজন এটি।
প্রায় এক কিলোমিটার দীর্ঘ মিছিলটি আড়পাড়া বাজারে প্রদক্ষিণ করলে মহাসড়কে ব্যপক যানজটের সৃষ্টি হয়। তাছাড়া নির্বাহী কর্মকর্তা জনাব হরেকৃষ্ণ অধিকারীর এবারের শালিখা কেন্দ্রীয় শহীদ মিনারের সাজ সজ্জা ও সার্বিক আয়োজন দেখে নানান স্তর থেকে সন্তুষ্টি প্রকাশের খবর পাওয়া গেছে।
মাগুরার সদর উপজেলাও বেশ কয়েকটি জায়গায় ছিল বেশ সাড়া জাগানো আয়োজন। মাগুরা সদরে বিশেষ করে কাটাখালী মাধ্যমিক বিদ্যালয় এবারের আয়োজন ছিল কয়েক দশকের মধ্যে শ্রেষ্ঠ। দেশ স্বাধীনের সমসাময়িক কালের এ বিদ্যাপিঠটিতে যত কয়েক বার ভাষা শহীদ দিবস পালিত হয়েছে তার মধ্যে এবারের আয়োজনটি ছিল বেশ সাড়া জাগানো।
উল্লেখ্য ভাষা শহীদদের প্রতি বাঙালির এ আত্মত্যাগ ১৯৯৯ সাল থেকে ইউনেস্কোর মাধ্যমে বিশ্বের সকল স্বাধীন রাষ্ট্রেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে।