Print

Rupantor Protidin

একুশ মানেই মুক্তিযুদ্ধ ফিরে আসছে”

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২১, ২০২৪ , ১:৩১ অপরাহ্ণ | আপডেট: জুন ১৬, ২০২৫, ১:৫০ অপরাহ্ণ

Sheikh Kiron

জাতিস্বাতন্ত্র‍্যের উৎস ভাষা; একটি জাতির অন্য সকল সাংস্কৃতিক উপাদানের শেকড় তার ভাষা। মায়ের মুখনিঃসৃত ভাষাকে পাথেয় করেই ধীরে ধীরে অচেনা পৃথিবীকে নিজের মতো করে চিনে নেয় শিশু।

মাতৃভাষার প্রতি শ্রদ্ধা নিবেদন তাই মাতৃবন্দনারই নামান্তর। আর বুকের তাজা রক্ত ঢেলে মাতৃভাষার প্রতি মৌলিক শ্রদ্ধার স্বাক্ষর রাখার গৌরবের অধিকারী হয়েছে কেবল বাঙালি জাতি।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাসহ পৃথিবীর প্রতিটি ভাষা তার বিচিত্র স্বাতন্ত্র‍্য নিয়ে বেঁচে থাকুক ও বিকশিত হোক, এই প্রত্যাশা জেলা প্রশাসন, যশোর-এর।

দিবসটি উপলক্ষ্যে আজ ২১ ফেব্রুয়ারি ২০২৪-এর প্রথম প্রহর (রাত ১২:০১ ঘটিকা) যশোর কেন্দ্রীয় শহিদ মিনারের বেদিতে ভাষাশহিদদের অমর স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন সম্মানিত জেলা প্রশাসক, যশোর মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার মহোদয়। জেলা প্রশাসনের এই শ্রদ্ধার্ঘ্য নিবেদনে আরো উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এমপি, বীর মুক্তিযোদ্ধাগণ এবং জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।