Print

Rupantor Protidin

কলারোয়ায় ভূমি অফিস চত্বর থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২০, ২০২৪ , ৯:৩৩ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ৯:৩৩ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের ভূমি অফিস চত্বর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।
জানা গেছে, কলারোয়া উপজেলার কয়লা গ্রামের সুজন (৩০) মঙ্গলবার সকাল ৯ টার দিকে পৌর বাজারে ঘুরাঘুরি করছিলো। পরে স্থানীয়রা বেলা ২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস চত্বরে সুজনকে মৃত অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানা পুলিশকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়।
প্রতক্ষদর্শীরা জানান, মৃত যুবক শারীরিকভাবে অসুস্থ এবং বিভিন্ন ধরনের নেশায় আসক্ত ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর প্রকৃত ঘটনাটি জানা সম্ভব হয়নি। তবে সুজন অসুস্থ থাকায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে কলারোয় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাইজুর রহমান জানান, মৃত যুবকের বাড়ি কয়লা এবং নানাবাড়ি বৈদ্যপুর। যুবকটি শারীরিকভাবে চর্মরোগে আক্রান্ত ও নেশাগ্রস্থ ভবঘুরে। তার পরিবারের সাথে যোগাযোগ করে তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।