Print

Rupantor Protidin

বেনাপোলে পুলিশের অভিযানে ফেনসিডিল ও ভারতীয় কসমেটিকসহ আটক ৩

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৯, ২০২৪ , ১০:১৯ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ১০:১৯ অপরাহ্ণ

Sheikh Kiron

বেনাপোল পোর্টথানা পুলিশের পৃৃথক দুটি অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল সহ ১ জন মাদক ব্যবসায়ী ও ১৭০০ পিচ ভারতীয় কসমেটিকসহ ২ জন চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।

আটক আসামীরা হলেন, ঢাকার কেরানিগঞ্জের আব্দুল হাইয়ের মেয়ে ফারজানা (৩৫) ও বেনাপোল পোর্টথানার ভবেরবেড় গ্রামের মৃত আলতাফ গাজীর ছেলে আল-আমিন গাজী (৩০) ও শাহিন হোসেনের ছেলে তুষার হোসেন (২৫) উভয় থানা বেনাপোল যশোর।

সোমবার বিকালে পোর্টথানা পুলিশ জানায়, গত রবিবার বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া মোড়স্থ হাজী বিরিয়ানী হাউজের সামনে বেনাপোল টু যশোর গামী পাকা রাস্তার উপর হতে ভারতীয় ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

অপর দিকে বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামস্থ এমপি মার্কেটের বটতলা মোড়ে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫০০ পিচ Skinshine Cream, ১২০০ পিচ Clobeta G M cream সহ দুই চোরাকারবারিকে আটক করা হয়। সর্বমোট জব্দকৃত আলামতের মূল্য ১ লাখ ২৪ হাজার টাকা।

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন ভক্ত জানান, আসামিদের বিরুদ্ধে পৃথকভাবে দুইটি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।