উক্ত কমিটিতে সভাপতি হিসেবে ‘দৈনিক কালের কণ্ঠ’ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক হিসেবে ‘দৈনিক কালবেলা’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে দুপুর ১টায় প্রধান নির্বাচন কমিশনার ড. কামাল হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণাকালে নির্বাচন কমিশনার ড. নাজমুল হোসেন, ফারুক হোসেন চৌধুরী ও উজ্জ্বল কুমার বিশ্বাস ছাড়াও পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাতটি পদের জন্য পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি এবং কোষাধ্যক্ষ এর জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়।