স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতায় দুটি ও মৌতলার একটি ক্লিনিকে অভিযান পরিচালনা করেছেন। এ সময় কাগজপত্র না থাকা ও ত্রটিপূর্ণ ক্লিনিক পরিষেবার জন্য ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কালীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) আজহার আলী ওই তিনটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেন।
কালীগঞ্জ উপজেলা স্যানিটারী ইনসপেক্টর আব্দুস সোবহান জানান, নতুন স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ি ক্লিনিক গুলোতে মেডিকেল প্রাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ আইনে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, প্রয়োজনীয় লজিষ্টিক সাপোর্ট না থাকা, মানহীন সেবা এবং ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর বিভিন্ন ধারার আওতায় ১৯ ফেব্রুয়ারি সোমবার দুপুর থেকে বিকাল ৩টা পর্যন্ত কালিগঞ্জ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল কবীর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা শাখার পরিচালক নাজমুল হোসেনের নেতৃত্বে নলতা কদমতলার ইউনিক ক্লিনিক, নলতা চৌমুহুনীর আহছানউল্লাহ ক্লিনিক ও মৌতলা ডিজিটাল ডায়াগোনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।
নিবন্ধনসহ কোন বৈধ কাগজপত্র না থাকায় ইউনিক ক্লিনিক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ত্রুটিপূর্ণ অপারেশন থিয়েটারের জন্য আহছানউল্লাহ ক্লিনিক মালিক আব্দুল বারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ওই ক্লিনিকের কাগজপত্র তিন দিনের মধ্যে জমা দিয়ে অনলাইন না করা পর্যন্ত ক্লিনিকের নতুন করে রোগী ভর্তির কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কালীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) আজাহার হোসেন। এ ছাড়া নিবন্ধন না থাকায় মৌতলার ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে কালীগঞ্জ থানার পুলিশও অংশগ্রহন করেন।