Print

Rupantor Protidin

বেনাপোলে শিশু ধর্ষনকারী গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৮, ২০২৪ , ৯:৪৪ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ৯:৪৪ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের বেনাপোলে প্রথম শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে ইকবাল হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার সকালে বেনাপোল পোর্টথানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইকবাল বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামে মুজিবর রহমানের ছেলে।

জানা যায়, গত শনিবার বিকালে বেনাপোল সীমান্তবর্তী একটি গ্রামে প্রথম শ্রেনীতে পড়ুয়া এক শিশু তার পাশের বাড়িতে অনান্য শিশুর সাথে খেলছিল। এসময় ঐ বাড়িতে থাকা বকাটে যুবক ইকবাল হোসেন তাকে মুখ চেপে ধরে তার রুমে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে। এসময় কৌশলে সে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির এদিন রাতে ধর্ষকের বিরুদ্ধে বিচার চেয়ে মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আলামত সংগ্রহ করতে শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য রবিবার সকালে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির বাবা , তার কণ্যার সাথে ঘটে যাওয়া অমানবিক শারিরীক নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি চায়।

প্রতিবেশি রহমত জানান, সামাজিক অবক্ষয়ের কারণে দিন দিন শিশু নির্যাতন ও ধর্ষনের ঘটনা সমাজে বেড়ে চলেছে। ধর্ষকের এমন শাস্তি হওয়া দরকার যাতে আর কেউ এমন ঘটনার ঘটাতে সাহস না পায়।

এদিকে এনিয়ে গত এক বছরে যশোরের শার্শা-বেনাপোল সীমান্তে ৩ টি ধর্ষন ও দুটিশু ধর্ষন চেষ্টার ঘটনা ঘটেছে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, শিশুর বাবা ধর্ষন মামলা করলে পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে। শিশুকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।