Print

Rupantor Protidin

মাতৃভাষা দিবস ঘিরে ইবির যত আয়োজন

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৮, ২০২৪ , ৪:৪০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ৪:৪০ অপরাহ্ণ

Sheikh Kiron

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল, কেন্দ্রীয় শহিদ মিনারে পদযাত্রা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন, পতাকা উত্তোলন সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
গত ১১ ফেব্রুয়ারি জাতীয় দিবস সমূহ উদযাপন স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের যৌথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে -২০ ফেব্রুয়ারি রাতে ভাষা শহিদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল এবং রাত ১১ টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা।
প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় তাঁর সাথে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবে। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হবে।
এদিকে সকাল ১০টায় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করবেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং কালো পতাকা উত্তোলন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এসময় তাঁদের সাথে থাকবেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান।
এছাড়াও সকাল ৯ টা ৩০ মিনিটে হলসমূহে প্রভোস্টগণ জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করবেন এবং কালো পতাকা উত্তোলন করবেন। পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এ সময় তাঁর সাথে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান।
২০ ফেব্রুয়ারি রাত ১০টা ৩০ মিনিটে এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৯ টায় কুষ্টিয়া, ঝিনাইদহ এবং শৈলকূপা হতে প্রয়োজনীয় সংখ্যক বাস নির্ধারিত রুটে ক্যাম্পাসে বসবে এবং ক্যাম্পাস ছেড়ে যাবে।