Print

Rupantor Protidin

পাবিপ্রবিতে সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৬, ২০২৪ , ৯:৩৮ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ

Sheikh Kiron

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সিরাত পাঠ প্রতিযোগিতার ‘পুরস্কার বিতরনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ তে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘পাবিপ্রবিয়ান দ্বীনি পরিবার’ নামের একটি সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করেন।
গত ২৫ জানুয়ারী মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জীবনীর উপর একটি সিরাত পাঠ প্রতিযোগিতার আয়োজন করলে এতে বিভিন্ন বিভাগের ৭০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। উক্ত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন খাদিজা আক্তার ( আই.সি.ই) বিভাগ, দ্বিতীয় স্থান অধিকার করেন ফাতেমাতুজ জোহরা (ফার্মেসী) বিভাগ, তৃতীয় স্থান অধিকার করেন ইসতিয়াক উদ্দীন (সি.এস.ই) বিভাগ।
উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আল-কুরআন ফাউন্ডেশন’ পাবনার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি জাফর আহমেদ শিবলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমাদুল হাসান সাফওয়ান ও ইশতিয়াক উদ্দীন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হযরত মাওলানা মুফতি জাফর আহমেদ শিবলী বলেন, বর্তমান সময়ে মুসলিম উম্মাহর এই দুর্দিনে এর থেকে ফায়দাজনক কোনো অনুষ্ঠান হতে পারেনা। তিনি আরও বলেন কেউ যদি শ্রেষ্ঠ শিশু হতে চায় তাহলে সে যেন শিশু হিসেবে শিশু মোহাম্মদকে অনুসরণ করে, কেউ যদি শ্রেষ্ঠ শিক্ষক হতে চায় তাহলে সে যেন শিক্ষক হিসেবে শিক্ষক মোহাম্মদকে অনুসরণ করে, কেউ যদি রাষ্ট্রনায়ক হতে চায় তাহলে সে যেন রাষ্ট্রনায়ক হিসেবে মোহাম্মদকে অনুসরণ করে।
এসময় প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি জাফর আহমেদ শিবলী বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন। সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি প্রথমবারের মত পাবিপ্রবিতে সিরাতপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।