Print

Rupantor Protidin

শৈলকুপায় কাফনের কাপড়ে জড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৫, ২০২৪ , ১১:১৭ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহের শৈলকুপাতে কাফনের কাপড়ে জড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার বিকাল সাড়ে পাঁচ ঘটিকার দিকে উপজেলার শেখপাড়া কালী নদীর চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকাল থেকে কাফনের কাপড়ে জড়ানো একটি বস্তু দেখা যায়। তবে এটি মরদেহ কেউ বুঝতে পারেনি। পরে বিকালের দিকে কয়েকজন স্থানীয় কাফনে জড়ানো বস্তুটি খুলে মরাদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি সদ্য ভূমিষ্ট একটি মেয়ে শিশুর বলে জানা যায়।

এবিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটির দাফনের ব্যবস্থা করা হয়েছে।