Print

Rupantor Protidin

গান গাইতে সিডনি যাচ্ছেন তাহসান

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৪, ২০২৪ , ১১:১৭ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ণ

Sheikh Kiron

নিয়মিত দেশের বাইরে শো করতে যান তাহসান খান। এবার তিনি যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার সিডনি শহরে আগামী ১ জুন একটি মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশি সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

তিনি নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের সায়েন্স থিয়েটারে সন্ধ্যা ৬টায় তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন বলে জানিয়েছেন আয়োজকরা। তাহসানের সিডনিতে আসা নিয়ে দারুণ উচ্ছ্বসিত সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। সীমিত আসনের এ অনুষ্ঠানের টিকিট ইতোমধ্যে বিক্রি হচ্ছে।

জানা যায়, অনুষ্ঠানের আয়োজক সিডনির ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রেমিয়ানস অস্ট্রেলিয়া। এ আয়োজনে সহ-পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বাংলাদেশের বৃহত্তম ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের ই-কমার্স প্ল্যাটফর্ম আড়ং ডটকম।

রেমিয়ানস অস্ট্রেলিয়ার আয়োজকদের মাধ্যমে অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান। তিনিও আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন এ আয়োজনে অংশ নিতে।